প্রকাশিত হল রাজ্য পুলিশে লেডি কনস্টেবল ফাইনাল রিটেন টেস্ট পরীক্ষার তারিখ এবং কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তার তারিখ।
পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ২৪/০৯/২০১৮ তারিখ থেকে www.policewb.gov.in এই ওয়েবসাইট থেকে। পরীক্ষার্থীদের জানানো হয়েছে, ই-অ্যাডমিট কার্ড প্রিন্ট আউট করে পরীক্ষা হলে আনতে হবে। এছাড়া ওয়েবসাইটে পরীক্ষার্থীদের সুবিধার্থে নমুনা ওএমআর শিট ও গুরুত্বপূর্ন নিয়মাবলী প্রকাশ করা হয়েছে। নীচের লিঙ্ক থেকে ডাউন করে নিন।
অফিসিয়াল নোটিস ডাউনলোড : ক্লিক করুন
নমুনা ওএমআর শিট ডাউনলোড :ক্লিক করুন
নমুনা অ্যাটেন্ডেস শিট ডাউনলোড : ক্লিক করুন
You May Also Like
autolike, Working Auto Liker, Status Auto Liker, Auto Like, Autolike International, Autoliker, autoliker, Photo Auto Liker, Autoliker, Photo Liker, ZFN Liker, auto liker, Autolike, Auto Liker, Increase Likes, auto like, Status Liker