বিজ্ঞপ্তি নং – 4441-RG. চাকরীর ডিটেইলস নিন্মে দেওয়া হল।
মোট শূন্যপদ – ২২১ টি।
বয়সসীমা – ০১/০১/২০১৮ তারিখ হিসেবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। এসসি/এসটি ও অনান্যরা নির্দিষ্ট নিয়মানুযায়ী বয়েসের ছাড় পাবেন।
যোগ্যতা – অষ্টম শ্রেনী পাশ। গ্রাজুয়েট রা আবেদন করতে পারবেন না। বাংলা ও ইংরাজী লিখতে, বলতে পারতে হবে।
বেতনক্রম – ৪৯০০/- থেকে ১৬,২০০/- টাকা। গ্রেড পে ১৭০০/- টাকা।
আবেদন ফী – এসসি /এসটি দের ক্ষেত্রে ১৫০ টাকা + ব্যাঙ্ক চার্জ। এবং অনান্যদের ক্ষেত্রে ৪০০ টাকা + ব্যাঙ্ক চার্জ। নিষ্কৃত শ্রেনী ও এক্স সার্ভিসম্যান দের বেলায় কোনো ফী লাগবে না। আবেদন ফী জমা দিতে পারবেন অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড। এক্ষেত্রে ব্যাঙ্ক চার্জ লাগবে না। এছাড়া অফলাইনে চালানের মাধ্যমে ইউনাটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যেকোনো শাখায় ফী জমা দিতে পারবেন। এক্ষেত্রে ব্যাঙ্ক চার্জ লাগবে ২৪/- টাকা।
নিয়োগ হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা হবে ১০০ নম্বরের। ৫০ টি প্রশ্ন থাকবে। সময় ৭৫ মিনিট। নেগেটিভ মার্ক আছে। একটি ভুল উত্তরের জন্যে ১ নম্বর কাটা যাবে। পরীক্ষার সিলেবাস নিন্মে –
-
এরিথমেটিক
-
জেনারেল নলেজ
-
জেনারেল ইন্টিলিজেন্স
-
ইংরাজী
কিভাবে আবেদন করবেন?
যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে নীচে দেওয়া লিঙ্কে গিয়ে। আবেদন করার শেষ তারিখ ২৯/১০/২০১৮ রাত ১২ টা। অফলাইনে পেমেন্ট জমা দেওয়ার শেষ তারিখ ২৭/১০/২০১৮।
কিছু গুরুত্বপূর্ন সাম্ভব্য তারিখ :
-
অ্যাডমিড কার্ড ডাউনলোড – ১০/১১/২০১৮ থেকে ২৫/১১/২০১৮।
-
লিখিত পরীক্ষার তারিখ – ২৫/১১/২০১৮
-
মেরিট লিস্ট প্রকাশের তারিখ – ১০/১২/২০১৮
বিশদে জানতে আগে অফিসিয়াল নোটিস ডাউনলোড করুন :ক্লিক করুন
You May Also Like